ANNAPURNA REGION TREK- MARDI HIMAL BASE CAMP & ABC 10TH MAY 2022 TO 21ST MAY 2022

Mardi Himal Base Camp Trek

Sujoy Bose

8/22/20242 min read

আমার প্রথম লেখা এটা তাও বাংলায় । বাংলা মাতৃভাষা কিন্তু লেখা লিখি কখনো করিনি । আর অভ্যাস ও নেই। বাংলা সাহিত্যের জ্ঞান খুব সীমিত তবুও কিছু মানুষের উৎসাহে লেখাটা শুরু করলাম । কোথাও বানান ভুল থাকলে একটু বলবেন সংশোধন করে নেবো ।







Part 1 (Kolkata to Pokhara)

Day 1 - যাওয়ার আগের দিন – 10.05.2022

গল্প টা শুরু হচ্ছে ব্যাগ গোছানোর থেকে। এর আগের preparation and planning পরে লিখবো. 10th May, 2022 Kolkata থেকে train আর Kolkata back করার কথা 30th May, 2022.

Bag গোছানো আর ব্যাগের ওজন মাপার পর দেখা গেল ২১কেজি হয়েছে । ব্যাগটা পিঠে নিয়ে হাঁটবো কিভাবে সেই চিন্তা করছে বাড়ির সবাই। এর আগে ১ সপ্তাহ ১৬কেজি মাল নিয়ে ব্যাগে সিড়ি দিয়ে ওঠা নামা করেছি আবার কখনো বা ৬-৭ কিমি হাঁটা হয়েছে । Total ট্রেক ১৮ দিনের , সেই অনুযায়ী খাবার কিছু নিজেরা carry করছি, কিন্তু যাওয়ার ২দিন আগে ব্যাগ গোছানোর পর জল, খাবার সব নিয়ে ১৮ দিন এর ট্রেক এর খাবার জিনিস নিয়ে দেখা গেলো ২১ এ গিয়ে দাঁড়িয়েছে । ওটা নিয়ে যাওয়ার আগেরদিন সিড়ি দিয়া ৩০মিনিট ওঠা নামা করলাম । নিজের weight মাপলাম দেখলাম ৭৩ কেজি ।

Sandakhphu এর ৫ বছর পর ঘুরতে যাওয়া তাও একদম High Altitude Trek Annapurna Base Camp Mardi Himal region. ১০-৩০ may। বাড়ির সবাই বেশ চিন্তায় ব্যাগ, শরীর weather সব কিছু নিয়ে। তার মধ্যে খবর পেয়েছিলাম পোখরা তে election আছে 12th May, সেটা শুনে আমি নেপাল tourism এর PERMIT অফিস এ MAIL করেছিলাম তারপর জানলাম 13th May তে election কিন্তু দেখলাম উত্তর এসেছে । তাতে লেখা



"Namaste and greetings!
For you kind information. Election day is on May 13 (Friday) and so our Tourist Entry Permit and Information Centre in Pokhara (Damside) will be closed. However May 12 is a regular working day. So your schedule should be fine. Good wishes. "


10th May, 2022 Howrah থেকে মিথিলা এক্সপ্রেস দুপুর 3.45এ ট্রেন । Powerbank, camera battery, সব গুছিয়ে ক্যামেরার ব্যাগ এ রাখা।


Suchi বাড়ি থেকে এসেছে ২-৩ দিন আগেই জিনিস পত্র গোছানো তে হাত লাগিয়েছিল আমার সাথে । বললো স্টেশন যাবে ছাড়তে মা ও যাবে বলছিলো কিন্তু বারন করলাম । অতোটা হেঁটে যাওয়া আবার এসে গাড়ি তে ওঠা গাড়ি পেতেও দেরি হতে পারে তাই শরীর খারাপ নিয়ে যেতে মানা করলাম ।

Document আবার check করে নিলাম । টাকা দু-জায়গায় রাখলাম কিছু খুচরো নিজের কাছে রাখলাম।

বুকুন দা কে ফোন করলাম কখন বেরোবে জিজ্ঞেস করে জানলাম যে ১-১.৩০ nagad বেরোবে আমিও ওরম টাইম এই বেরোবে বললাম আর মনে করিয়ে দিলাম আমার কাপড়ের বেল্ট নেওয়ার জন্য । রাতে হালকা খাবার খেয়ে রুট আর weather দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম সকালে ১২টার মধ্যে রেডি হয়ে যাবো।


10th May, 2022 কলকাতা থেকে রাক্সোল

সকাল একটু late এ ঘুম ভাঙলো । উঠে স্নান খাওয়া সেরে সব complete করে বেরোলাম ১.৩০টা । ২.৩০র মধ্যে Howrah Station পৌঁছে গেলাম Platform number 8 থেকে Mithila Express ছাড়ে। ওখানে গিয়ে বসলাম দুজন Bukun দা k ফোনে পেলাম না কখন বেরিয়েছে জানিনা । SMS করে রাখলাম প্ল্যাটফর্ম নম্বর ৮ । Suchi photo shoot করে দিলো কিছু আমার দিয়ে প্ল্যাটফর্ম নম্বর ৮ এই বসে wait করেছিলাম দিয়ে ট্রেন দিলো ।


বিহার এর। ট্রেনে রাতে ভিড় হয় এটা খুব পুরনো ব্যাপার তাই upper এ সিট বুক করা হয়েছিল আগে থেকেই । উঠে rucksack ta ওপরে তুলে রাখলাম আর Camerar ব্যাগ টা হাতে রাখলাম। রাতে খাবার বাড়ি থেকে এনেছিলাম দুজনের সেটাও রাখলাম ওপরে ।

Suchi বার বার জিজ্ঞেস করতে লাগলো Bukun দা কখন আসবে । আমিও ফোন করলাম বললো বাস পেতে দেরি হয়েছে তাই late । Train ছাড়ার time ৩.৪৫; ৩.৩০ তখনো Bukun দা পৌঁছায়নি । আমি আবার ফোন করলাম পেলাম না ফোনে । Suchi tension করতে শুরু করেছে ট্রেন ছেড়ে দেবে ভেবে । ৩.৪০ তখন Bukun দা এলো । ওর একটু স্বস্তি হলো । Bukun দা ব্যাগ সিট এর নিচে ঢুকিয়ে রাখলো। ট্রেন ছাড়বে তার আগে সূচি নিচে নেমে দাড়াল তখন দেখি Rinki r Dwaipayan আসছে দেখা করতে ট্রেন ছাড়বে ঠিক সেই মুহূর্তে ওরা দুজন এসে দেখা করল । ট্রেন ছাড়লো হাত নাড়তে নাড়তে platform থেকে ট্রেন e বেরোলাম পাহাড় যাবো বলে। Annapurna Base Camp Region trek এর প্রথম journey শুরু হলো হাওড়া স্টেশন থেকে।

ট্রেন এর ৬জন এর সিট বসে আছি ৮জন তারপর একজন উঠলেন আসানসোল থেকে । তার সিট এ j বসেছিল তাকে তখন উঠে যেতে হলো অন্য কোথাও। Bukun দা Kanchenjunga Base Camp এর কথা বলছিলো তাতে অনেক সময় কেটে গেল ট্রেন এ।রাতে রুটি আলু ভাজা সুজি খেলাম দুজন মিলে। ওপরে rucksack রেখে শুতে অসুবিধা হচ্ছিল একটু। ব্যাগ টা তারপর লম্বা করে রাখলাম। বাড়িতে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম ফোনে চার্জ দিয়ে। সকালে ৯টাই raxual পৌঁছানো ঘুম ভাঙলো ভোর ৫টা । Brush করে রাতে রাখা সুজি খেলাম এরপর কখন খাবো জানা ছিলনা তাই। Sagauli থেকে ট্রেন টা উল্টো দিকে গেল দেখলাম। যাইহোক ৯টার আগেই রক্সোল পৌঁছে গেলাম আমরা।


11th May,2022 এবার পালা পোখরা যাওয়া

স্টেশনেই একজন টাঙ্গাওয়ালা ধরেছে টাঙ্গা লাগবে কিনা আমরা এগিয়ে বাইরে যেতে থাকলাম বেরিয়ে ডান দিকে Toto টাঙ্গা সব দাড়িয়ে। আমরা যাবো বীরগঞ্জ । ওখান থেকে pokhrar bus ছাড়ে। Raxual থেকে বীরগঞ্জ Toto তে vara ২০ আর টাঙ্গা তে লোকটা বললো ৩০ টাকা ভাড়া বীরগঞ্জ এর । টাঙা তে ওঠার পর বলে আপকা টোটাল ১৮০ লাগেগা ৬ জন কা সিট আপ লোগো কা ব্যাগ হ্যায় । শুনে Bukun দা নেমে পড়ল টাঙ্গা থেকে আমাকেও নামতে বলল ৩০ টাকার কথা বলে 180 টাকা চাইছে টোটো তেই যাবো ভাবলাম। আবার টাঙ্গাওয়ালা ধরলো থোৱা কম দিজিয়ে Bukun দা বলল গলত বাত অপকা বাত সহি নাহি হেয় আপ দুসরা লোগ উঠাইয়ে হামসে কিউ পুরা ভাড়া লে রেহে হো । আমরা টোটো তে উঠবো দেখে দুজনের 60 টাকাতেই রাজি হল। কিছু লোক বলছে শুনছি Border বনধ হ্যায় পেহলে উতার জানা হোগা। কেউ বলছে border সিল হ্যায় কিসিকো জানে নেহি দে rahe হ্যায়। শুনলাম , শুনে ভাবলাম দেখি গিয়ে কি বলছে। টাঙ্গা ছাড়লো আমি সামনে বসলাম video photo তুললাম প্রথম বার টাঙ্গা চড়লাম প্রথম বার দেশের বাইরে বেরোলাম।

কিছুটা যাওয়ার পর টাঙ্গাওয়ালা একজনের কাছে দাঁড় করালো টাকা এক্সচেঞ্জ করার জন্য । আমি ১৫০০০INR এক্সচেঞ্জ করলাম ২৪০০০NPR পেলাম আর bukun দা ৮০০০INR এক্সচেঞ্জ করে ১২৮০০ NPR পেল, এর আগের ৬০০০ NPR ছিল Bukun দার কাছে। তারপর একটু এগোতেই Rail crossing প্রায় 50 মিনিট আটকে । পাশে একজন বলছে টাঙ্গাওয়ালাকে লেকে যা ফির wapas koi hotel par chor de । টাঙ্গাওয়ালা কিছু একটা বলল সেটা আমি বুঝতে পারলাম না । Crossing খোলার পরও টাঙ্গা কিছুটা যেতেই বর্ডারের মিলিটারি টাঙ্গাওয়ালা কে আটকালো । Indian Border এর আগেই টাঙ্গা ওয়ালা বললো আমাদের হেঁটে বর্ডার পার হতে হবে। Indian Border এর লোক বললো বর্ডার close, বললাম যে আমরা ট্রেকিং-এর জন্য যাচ্ছি Annapurna Base Camp। বললো border seal আছে election এর জন্য 14th May- এর পর খুলবে । শুনে তো বেশ চাপে পড়ে গেছিলাম আমি এতদিন আটকে গেলে আমার ফেরা পিছিয়ে যাবে । আমাকে 30th May এর মধ্যে কলকাতা ফিরতে হতই। মনে পরলো কিছুদিন আগে ওদের mail করেছিলাম তার reply টাও postive ছিল। সেই mail টা খুললাম দিয়ে বললাম permission আছে mail এ । বলল Nepal Border এ কথা বলতে, এগিয়ে গেলাম নেপাল এর দিকে।

দেখছি অনেক লোক দাঁড়িয়ে আছে সবাই কিছু না কিছু বলছে Nepali মিলিটারি রা কাউকে যেতে দিচ্ছে না, শুধু নেপালি লোক আর নেপালি গাড়ি allow করছে । ওই অবস্থায় যে ফোটো তুলবো সেটাও মাথা থেকে বেরিয়ে গেছে যে করে হোক আজকেই ঢুকতে হবে নাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে ।

নেপাল বর্ডারে মিলিটারি আটকালো আমাদের বললো বাপাস যাও 3দিন বাদ বর্ডার খুলেগা ।আমরা বললাম আমরা Annapurna ট্রেক কে লিয়ে যা রাহে হায় প্লিস ছোর দিযিয়ে,

বললো এখন বন্ধ আছে Border cross করা যাবে না। আমি তখন Mail খুলে দেখালাম বললাম permission রয়েছে 12th May office খোলা আসতে বলেছে আমাদের। কোনো border seal এর ব্যাপারে জানতাম না। উনি তখন আর একজন senior officer এর কাছে যেতে বললেন উল্টো দিকের । সেখানেও অনেকে দাড়িয়ে আমি এগিয়ে গিয়ে বললাম আমাদের আছে Pokhara office থেকে mail করেছে 12th May office খোলা normal time অনুযায়ী , আমরা এলে কোনো problem নেই সেদিন, 13 - 14 দুদিন office বন্ধ থাকবে তাই আমাদের আজকেই যেতে হবে । Officer শুনলেন দিয়ে বললে wait করতে । আমি বললাম দরকার হলে পোখরা অফিসে ফোন করে কনফার্ম করুন । একটু পিছিয়ে গিয়ে দাড়ালাম তারপর উনি বাকি নেপালি গাড়ির কাগজ দেখতে থাকলেন আমি আবার গেলাম কাছে তখন জিজ্ঞেস করলেন কতজন আছি আমরা , আমি বললাম দুজন বলল এগিয়ে যেতে ।হাত তুলে দেখিয়ে দিল । প্রথম বাধা কাটলো স্বস্তি পেলাম এক অসাধ্য সাধন হল। স্কুল কলেজ-এর গেট e late করে আসার পর ভেতরে ঢুকতে দেওয়ার মতো একটি feel হল। কিছুটা হেঁটে যাওয়ার পর বড় গেট নেপাল বর্ডার পেরিয়ে নেপালে ঢোকার আগে ফোটো তুললাম দুজনে ।

হেঁটে গেলাম কিছুটা পথ তারপর আবার অটো ধরলাম বীরগঞ্জ থেকে পোখরা বাস ছাড়ে যেখানে সেখানে যাওয়ার জন্য । অটো তে নেপালি টাকায় ভাড়া নিল ৩০। ব্যাগ দুটো Bukun দা সিট এর পেছনে মাথায় ভর দিয়ে রাখলো । এরপর থেকে সব Nepali টাকা কাজে লাগবে । ১০mins লাগে, একদম পোখরা বাস স্ট্যান্ড এর সামনে নামালো । ঘড়িতে তখন ১০টা, পোখরার বাস ১১টাই ছাড়ে। লাস্ট ভাড়া নেপালি ৮০০ Indian currency তে ৫০০। তারপর আবার night এর বাস যায় বিকেলে ছাড়ে সেগুলো। Bukun দা বললো ভরতপুর যাবে ইলেকট্রনিক কিছু জিনিস নেওয়ার আছে যেটা ওখানে একটা দোকানেই পাওয়া যাচ্ছে। আমি বললাম ফোন করে একটু কথা বলে নাও পাওয়া যাচ্ছে কিনা বা খোলা কিনা আজ । Bukun দা বললো গিয়ে পেয়ে যাবে খোলা থাকে রোজ ।

আমি নেপালি সিম নেবো যেহেতু Indian sim কাজ করছিলো না NCell এর একটা দোকানে এলাম সিম বললো ২০০ টাকা ১.৫gb data দেবে ৭days valid। শুনে মনে হল বেশি Bukun দা ১৫০ টাকা বললো তাতে রাজি হলনা তাই অন্য দোকানে গেলাম সেখানে দুটো সিম নিতে হবে ২৫০ টাকা দুটোতে ৮৫ করে talktime দেবে r ১.৫gb data দেবে। ওখান থেকেই দুজনে নিলাম sim। তারপর ভরতপুর এর বাস ধরলাম আগে টিকিট কেটে নিতে হল ৩৫০ টাকা।

কিছুক্ষন যাওয়ার পর কিছু নেপালি মহিলারা উঠলেন নেপালি Traditional ড্রেসে, বয়স সবার প্রায় ৫০+ পাহাড়ি এলাকায় থাকেন বোঝা গেলো। ফোন টা bukun দা k দিয়ে বললাম ফোটো তুলে দিতে। একজন হাসলেন ওনাদের মধ্যে আর একজন গম্ভীর হলেন। Driver তাদের ভাষায় বললো ইন্ডিয়া থেকে ঘুরতে এসেছে নেপালি culture, dress tradition দেখে photo তুলছে।

কিছু দূর পর বাস টা দাড়াল আমরা নেমে ডাল ভাত এর থালি নিলাম ১৫০ টাকা নিল পেট ভরে খেলাম । ভালো খেতে। বেরিয়ে দেখতে না পেয়ে ভাবলাম কি হলো কোথায় গেলো রেখে চলে গেলো নাকি। বাস টা স্ট্যান্ড থেকে একটু এগিয়ে দাড়িয়েছিল ওর জায়গায় অন্য বাস এসে দাড়িয়েছিল বাস এর helper বললো আগে আছে । তারপর একটা বাচ্চা তার মায়ের সাথে এসে আমার সামনে বসলো।

বাচ্চা টা আমার ক্যামেরা দেখছে আর নিজের ভাষায় আমার সাথে কথা বলছে। আমিও বাংলা হিন্দি সব মিলিয়ে তার সাথে কথা বলছি । আমি কি বলছি সেটা কিছু কথা ওর মা ওকে ট্রান্সলেট করে দিচ্ছে কিন্তু ওর কথা আমি খুব কম বুঝছি। Chips খাচ্ছিল আমাকে দিতে চাইলো আমি বললাম তুমি খাও। তারপর আমার ফোটো video দেখতে চাইলো আমি দেখলাম। জিজ্ঞেস করে জানলাম নার্সারি তে পরে। স্কুলের নামটাও বললো কিন্তু মনে নেই আমার। কিছুক্ষন পরে নেমে গেলো ওরা।


বাস টা ভরতপুর নামালো দুপুরে ৩টে নাগাদ। Map দেখে হাঁটা দিলাম দোকানের দিকে location er কাছেই কিন্তু দোকান টা বুঝতে পারছিনা কোথায়। কিছুটা এগোলাম আবার পিছিয়ে এলাম তারপর একটা সরু গলি তে ঢুকে দোকানটা দেখা গেল। দোকান বন্ধ অনেকদিন ধরে বন্ধ আছে মনে হলো। Bukun দা কে বললাম যে ফোন করে এলে এটা হতো না । Bukun দা একটু দাড়ালো যদি কাউকে পাওয়া যায় আমি গেলাম দোকানে ফোনে internet recharge করতে। নেপালে এখনো scratch card chole। ওটা কিনে ব্যালান্স ভরে recharge করতে হয়। দোকানে ছেলেটাও বাচ্চা সাথে ওর বোন সে আরো অনেক ছোটো । ক্লাস ৬ এ পরে । সে ক্যামেরা দেখে জিজ্ঞেস করলো আমি ব্লগার কিনা। আমার channel আছে কিনা। কথা বলতে বলতে Bukun দা বললো দাড়িয়ে লাভ নেই ৪.৩০ তে পোখরা যাবার last বাস ছাড়ে পুলচক থেকে। কিছুটা এগিয়ে tata magic পেলাম যেটা ৩০টাকা ভাড়া নিল পুলচক e ছেড়ে দিল । সাথে সাথে pokhrar বাস পেয়ে গেলাম। ভাড়া নিল ৪৫০. দুজন একদম সামনের সিটে গিয়ে বসলাম। Bukun দা বলছিলো খাবার পর থেকে বাসে আসার পর গা গোলাচ্ছে ।

Pokhara যাওয়ার রাস্তা খুব সুন্দর কিন্তু কিছু জায়গায় খুব খারাপ Darde Disco পুরো । হেলতে দুলতে বাস চলছে। আকাশ অন্ধকার হয়ে এলো বাসেও ভিড় আমি তারমধ্যে বার বার ব্যাগ টা দেখছি পেছনে রাখা তার ওপরে কেউ বসে পড়লো কিনা। চোখে হালকা ঘুম রয়েছে। সারাদিন journey। বীরগঞ্জে e Sim এর দোকানে ছেলেটা বলেছিল ওর দাদার হোটেল আছে পোখরা তে। আপনাদের নেপালি নম্বর তাকে দিয়েছে সে দেখছি ফোন করেছে আমরা কোথায় আছি জানতে। আমি বললাম এখনো পৌঁছাইনি দেরি আছে। নেমে ফোন করবো।


রাত ৮.৪০ তখন পোখরা নামলাম। বাস স্ট্যান্ডে নামার আগেই হোটেলের লোকজন বাসে উঠে জিজ্ঞেস করছে। নিচে নামলাম দেখি প্রচুর হোটেলের লোক যারা দাঁড়িয়ে বা গাড়ির টেক্সী সব চেষ্টা করছে তাদের হোটেলে নিয়ে যেতে। আমরা ৪০০ টাকায় পেলাম একটা বাস স্ট্যান্ড এর পাশেই সেখানে গেলাম। তখন রাত ৯.৩০বাজে । ঘরে ঢোকার পর Bukun দা বললো শরীর ঠিক নেই বমি হলো। শরীর খারাপ লাগছে বলল। রাতে কিছু খাবেনা। আমি স্নান করে ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে ।

বাইরে একটু ঘুরে এসে দেখলাম কিছু নেই সেরম সব বন্ধ। Bukun দা গেলো দই কিনতে আমি হোটেলে গেলাম ওখানেই খাবো বলে। Chicken ভাত নিলাম ৩০০ টাকা দাম। ছোট ৪ পিস chicken সাথে তরকারি ডাল আলুভাজা খেলাম। সাথে একটা cold drinks। Bukun দা দই পায়নি বন্ধ সব। সকালে উঠে পারমিট করিয়ে তারপর trek শুরু। ওখান থেকে পারমিট অফিসে ২.৬কিমি রাস্তা । ঠিক হলো সকালে ৯টার মধ্যে বেরোবে পরেরদিন। ঘুমিয়ে পড়লাম সকালে উঠবো । গুড নাইট। প্রতিদিনের গল্প আলাদা করে লিখবো কারন রোজ নতুন একটা experience ।

Today's Journey detail ( 11th May, 2022)
Howrah to Raxual - Mithila Express Platform Number - 8
Reached raxual at 8.40am.
Then took Tanga (Fare- Rs. 30 per head) upto Birgunj border.
Then exchanged money from Birgunj border. Rate - Rs. 100 is equivalent to 160 NPR
After entering Birgunj everything is in NPR. (Nepali currency)
Took auto (Fare 30 NPR ) from Birgunj near border to Bus stand for Pokhara.
Sim card - 125 each sim.
Birgunj To Pokhra bus fare - 800
Time 8 hours.
Food 150
Hotel room charge at Pokhara - 400 for two.
Food - 300 (Chicken thali)